মুসলিম বিজ্ঞানীদের পরিচয় (ইবনে সিনা)

মুসলিম বিজ্ঞানীদের পরিচয় (ইবনে সিনা)

মুসলিম বিজ্ঞানীদের পরিচয় (ইবনে সিনা)

মুসলিম বিজ্ঞানীদের পরিচয়

নাম: আবু আলী হুসাইন ইবনে আব্দুল্লাহ হাসান ইবনে আলী ইবনে সিনা

➡️জন্ম: আনুমানিক ২২ আগস্ট ৯৮০
[আফশানা, সামানীয় সাম্রাজ্যের (বর্তমানের উজবেকিস্তান) রাজধানী বুখারার নিকটস্থ।]
➡️ধর্ম: ইসলাম
➡️ অবদান: ইউরোপের মধ্যযুগীয় শিক্ষায় ইবন সিনা সৃষ্ট উপকরণ বহুল মাত্রায় ব্যবহৃত হয়।
➡️পরিচিতির কারণ: তিনি শাস্ত্রের বিশ্বকোষ কানুন ফিততিব্ব রচনা করেন যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পাঠ্য ছিল।

মুসলিম বিজ্ঞানীদের পরিচয় (ইবনে সিনা)

➡️সংক্ষিপ্ত বর্ণনা: ইবনে সিনহা ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন। তাঁকে একইসাথে ইরান, তুরস্ক, আফগানিস্তান এবং রাশিয়ার বিজ্ঞজনেরা তাদের জাতীয় জ্ঞানবীর হিসেবে দাবি করে। মধ্যযুগীয় জ্ঞান-বিজ্ঞানের ভিত রচনায় তিনি অবদান রেখেছেন। তাঁর মূল অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে। তিনি চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ কানুন ফিততিব্ব রচনা করেন যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পাঠ্য ছিল। আরবিতে ইবন সিনাকে শায়খুল রাইস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়।
.
➡️মৃত্যু:১০৩৭ খ্রিষ্টাব্দ [হামাদান, পারস্য (ইরান)]




Others Vlog
Food and cocking vlog:  Bengal Fresh Food

Technology & Innovation Vlog:  Bengal Tick-Tech

أحدث أقدم