আবু মুসা জাবির ইবন হাইয়ান
নাম: আবু মুসা জাবির ইবন হাইয়ান।
জন্ম: ৭২১ খ্রি.(তুস, পারস্য)।
ধর্ম: ইসলাম।
পেশা: আলকেমিবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষশাস্ত্রজ্ঞ, সংখ্যাতাত্ত্বিক, ঔষধশাস্ত্রবিদ, আধ্যাত্মবাদী।
উল্লেখযোগ্য কর্ম: কিতাব আল-কিমিয়া, কিতাব আস-সাবিন, দ্য সেভেন্টি বুকস, কিতাব আল-মিজান, দ্য ফাইভ হানড্রেড বুকস।.
সংক্ষিপ্ত বর্ণনা: পাশ্চাত্য বিশ্বে তিনি জেবার নামে পরিচিত যা তার নামের লাতিন সংস্করণ। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক। তার প্রকৃত জাতীয়তা সঠিকভাবে জানা যায়নি। অনেকে বলেন তিনি আরব, অনেকে আবার বলেন তিনি পারস্যের নাগরিক ছিলেন। তাকে "রসায়নের জনক" হিসেবে আখ্যায়িত করা হয়। জাবির ইবন হাইয়ান আলকেমিতে পরীক্ষণমূলক পদ্ধতির গোড়াপত্তন করেছিলেন।
আবু মুসা জাবির ইবন হাইয়ান ( জেবার )
মৃত্যু: ৮১৫ খ্রি.(কুফা, ইরাক)।